চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। শনিবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্যানেলের যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী সাজ্জাত হোছন মুন্নার উপস্থাপনায় সাংবাদিকদের সামনে চাকসু নিয়ে কথা বলেন সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ইব্রাহিম হোসেন রনি। এসময় প্যানেলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘কমিশন বলেছিলো তারা নির্বাচনের পূর্বে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদার করবেন। কিন্তু আমরা দেখছি এখনো বহিরাগতরা সারাদিন ক্যাম্পাসে অনুপ্রবেশ করছে। ডাকসুতে নির্বাচনের পর পাঁচ প্রতিনিধিকে সিনেটে অন্তর্ভুক্ত করা হয়েছে, রাকসুতে একই সাথে ছাত্রসংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন হচ্ছে। কিন্তু আমাদের এখানে শুধু কেন্দ্রীয় ও হল সংসদে নির্বাচন হচ্ছে। প্রশাসনকে এ বিষয়ে স্পষ্ট...