পঞ্চগড়ের দেবীগঞ্জে সিজারিয়ান অপারেশনের পর কৃষ্ণা রানী নামের এক প্রসূতির মৃত্যুর সংবাদ প্রকাশের পর দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার (ওটি) বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ।শনিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এই নির্দেশনা প্রদান করা হয়। মৃত্যুর ঘটনা ঘটে শুক্রবার (১০ অক্টোবর) রাত ৩টার দিকে। সে সময় কৃষ্ণা রানীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। নীলফামারী পৌঁছানোর পর তার মৃত্যু হয়।এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টার পর পৌর শহরের করতোয়া সেতু টোল পাড় সংলগ্ন দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কৃষ্ণা রানীর সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। এই অপারেশনের মাধ্যমে কৃষ্ণা কন্যা সন্তানের জন্ম দেয়। সিজারিয়ান অপারেশনটি সম্পন্ন করেন ডা. শিখা মনি। তিনি একই প্রতিষ্ঠানের মালিক শহিদুল ইসলাম বাবুলের মেয়ে।অপারেশনের পর রাত ২টা...