গুম-খুনে অভিযুক্ত ২৮ সামরিক কর্মকর্তাকে সেফ এক্সিট দেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। তারা এর প্রতিবাদে ও অতি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবিতে ৫ দফা ঘোষণা করেছে।শনিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলন এসব দাবি তুলে ধরেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি।তাদের পাঁচ দফা দাবি হলো–১. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গুম-খুনের দায়ে অভিযুক্ত ২৮ জনকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।২. গুম-খুনে সরাসরি ভারতের সংশ্লিষ্টতা প্রতীয়মান হওয়ায় আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে।৩. পিলখানা ও গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমসহ দায়িত্বপ্রাপ্ত সবার পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।৪. পিলখানা কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন কোনো ধরনের কাটছাঁট ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ করতে হবে।৫....