খবর টি পড়েছেন :২৪৩শেরপুরের শ্রীবরদীতে ৪নং ওয়ার্ড (৪র্থ) মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার পৌর মহল্লার ৪নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে পূর্ব ছনকান্দা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।]]ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব ও পৌর ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলায় কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব পৌর ফুটবল একাদশকে পরাজিত করে।পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এসময় বিজয়ী দলের অধিনায়কের হাতে গরু ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ফ্রিজ তুলে দেন তিনি।শ্রীবরদী পৌরসভার ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক...