ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে শুভমন গিল ও যশ্বী জয়সওয়ালের সেঞ্চুরিতে পাঁচ শতাধিক রানের সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করে ভারত। ক্যারিবীয়দের ব্যাটে পাঠিয়ে দ্বিতীয় দিনে ৪ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। দিল্লিতে টসে জিতে আগে ব্যাটে নামে ভারত। প্রথম ইনিংসে ১৩৪.২ ওভারে ৫ উইকেটে ৫১৮ রান তুলেছে স্বাগতিক দল। জবাবে নেমে ৪৩ ওভারে ৪ উইকেটে ১৪০ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে উইন্ডিজ। সাই হোপ ৩১ এবং টেভিন ইমলাছ ১৪ রানে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। ২ উইকেটে ৩১৮ রানে দ্বিতীয় দিন শুরু করে ভারত। পরে এদিন আরও ২০০ রান যোগ করে ইনিংস ছাড়ে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ২৫৮ বলে ১৭৫ রান করে রানআউট হন জয়সওয়াল। সাই সুদর্শন ১৬৫ বলে ৮৭ রান করেন। গিল ১৯৬ বলে অপরাজিত ১২৯ রান করেন এবং ধ্রুভ...