প্রধান অতিথি মোহাম্মদ শফিকুল আলম বলেন, বাংলাদেশে বর্তমান সাংবাদিকতা এখন প্রায় শতভাগ অনলাইননির্ভর। প্রিন্ট ও টেলিভিশন— উভয় মাধ্যমই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পাঠক ও দর্শকের কাছে পৌঁছায়। এমন বাস্তবতায় টিকে থাকা যেমন চ্যালেঞ্জ, তেমনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাও দায়িত্বের। এনপিবি সে চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে বলে আমি আশাবাদী।এনপিবির সম্পাদক মো. আল হাদী বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভূমিকা অনুযায়ী বস্তুনিষ্ঠ পূর্ণাঙ্গ সংবাদ প্রকাশে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।এ সময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক এসএম নাছির উদ্দীন এলান, এনপিবির বিভিন্ন বিভাগের প্রধান ও সংবাদকর্মীরা।উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পায় ‘নিউজ পেইজ বিডি (এনপিবি)’। এনপিবির সম্পাদক মো. আল হাদী বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের নতুন বাংলাদেশ...