দেশে ২ দশক ধরে স্তন ক্যান্সার সচেতনতা কার্যক্রম চালানো হলেও প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে স্ক্রিনিং সেবা এখনো যথাযথভাবে গড়ে ওঠেনি। প্রতি বছর কত নারী এই রোগে আক্রান্ত হচ্ছেন এবং কতজন মারা যাচ্ছেন- এর সঠিক তথ্য সরকারের কাছে নেই। ফলে বাংলাদেশকে এখনো আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যানে নির্ভর করতে হচ্ছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে কুমিল্লা ট্রমা সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত ‘ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস সেমিনার ২০২৫’-এ এসব কথা বলেন বক্তারা।আরো পড়ুন:অ্যান্টিঅক্সিডেন্ট: ক্যানসার প্রতিরোধে ভুল ধারণা ও বাস্তবতাক্যান্সার আক্রান্ত ছরোয়ারের পাশে উপজেলা প্রশাসন অ্যান্টিঅক্সিডেন্ট: ক্যানসার প্রতিরোধে ভুল ধারণা ও বাস্তবতা কুমিল্লা ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মো. আব্দুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর বশীর আহম্মেদ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার...