প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ‘আমরা বিএনপি পরিবার’ -এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান, যিনি তরুণ উদ্ভাবকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং তার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।‘আমরা বিএনপি পরিবার’ -এর পৃষ্ঠপোষক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ এ উদ্ভাবকের প্রতি প্রশংসা জানিয়ে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।জিহাদ বলেন, আমার স্বপ্ন ছিল এমন কিছু তৈরি করা, যা দেশের কাজে লাগবে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পতাকা উড়াতে পারা আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার।স্থানীয়রা জানায়, জিহাদের এ অর্জন প্রমাণ করে সুযোগ ও প্রেরণা পেলে বাংলাদেশের তরুণরা বিশ্বমঞ্চে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তি দিয়ে দেশকে নতুন উচ্চতায় নিয়ে...