শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিং করেছে বাংলাদেশ। তাতে রানের চাকা সচল রাখতে বেশ বেগ পেতে হয়েছে আফগানিস্তানকে। নতুন বলে দারুণ বোলিং করেছেন তানজিম সাকিব। আর মাঝের ওভারগুলোতে মেহেদি মিরাজ-রিশাদ হোসেনদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে যায় আফগানরা। ইব্রাহিম জাদরান এক প্রান্ত আগলে রেখে ৯৫ রান করলেও আরেক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। তাতে দুইশর আগেই অলআউট আফগানিস্তান। আবুধাবিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রান করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেছেন ইব্রাহিম। গত ম্যাচে দারুণ বোলিং করা তানজিম সাকিব আজ বল হাতে ইনিংস ওপেন করেন। নতুন বলে দারুণ বোলিং করেছেন তিনি। অপর প্রান্তে আক্রমণে আসেন একাদশে থাকা আরেক পেসার মুস্তাফিজ। দারুণ লাইন-লেংথে আফগানদের রানের চাকা টেনে ধরেন তিনি। মুস্তাফিজকে দেখে-শুনে খেলায় আরেক...