ভাবছেন, এমনটা কীভাবে সম্ভব? গোসলের পরও শরীরের কোনো অংশ নোংরা থেকে যায়? বিজ্ঞান বলছে, হ্যাঁ—একটি বিশেষ জায়গায় সবচেয়ে বেশি ব্যাকটেরিয়া জমে। আর সেটি হলো নাভি! নাভি আসলে এক ধরনের ক্ষতচিহ্ন, যা জন্মের সময় মায়ের শরীর থেকে পৃথক হওয়ার সময় তৈরি হয়। বেশিরভাগ মানুষের নাভি থাকে ভিতরের দিকে কুন্ডলাকারে, যেটি সহজে শুকায় না এবং সবসময় আর্দ্র থাকে। এই আর্দ্রতাই ব্যাকটেরিয়ার জন্য আদর্শ আশ্রয়স্থল তৈরি করে। ২০১২ সালেPLOS Oneজার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, মানুষের নাভিতে গড়ে ২,৩৬৮ প্রকার ব্যাকটেরিয়া বাস করে! এর মধ্যে প্রায় ১,৪৫৮ প্রজাতির ব্যাকটেরিয়া ছিল বিজ্ঞানীদের কাছেও সম্পূর্ণ নতুন।ত্বকবিশেষজ্ঞদের মতে, নাভি হচ্ছে ব্যাকটেরিয়ার “প্রজনন ক্ষেত্র”, বিশেষ করে যাদের ওজন বেশি, ডায়াবেটিস আছে বা নাভিতে পিয়ার্সিং...