আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের ইনিংস গুটিয়ে গেল মাত্র ১৯০ রানে। সিরিজে টিকে থাকতে বাংলাদেশের সামনে এখন ১৯১ রানের লক্ষ্য।টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। দলীয় ১৮ রানে রহমানউল্লাহ গুরবাজের বিদায়ের পর থেকে আর স্থায়ী জুটি গড়তে পারেননি কেউ। ওপেনার ইব্রাহিম জাদরান এক প্রান্ত আগলে লড়াই করলেও অন্য প্রান্তে ছিল পতনের মিছিল।আবুধাবিতে বাংলাদেশের বোলিং তোপে চাপে আফগানিস্তানরহমত শাহ চোট পেয়ে মাঠ ছাড়েন রিটায়ার্ড হার্ট হয়ে, যা আফগান ইনিংসকে আরও বিপদে ফেলে। পরে ফিরে এলেও ব্যথার কারণে দীর্ঘ সময় ব্যাট করতে পারেননি তিনি। শেষ ব্যাটার হিসেবে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন তিনি৷ইব্রাহিম জাদরান খেলেছেন ১৪০ বলের ধৈর্যশীল ইনিংস, যাতে ছিল তিনটি চার ও একটি ছক্কা। তার ৯৫ রানের ইনিংসই আফগানদের...