কলেজের ভলিবল কোচের হেনস্থার জেরে ভারতের হায়দ্রাবাদের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। অভিযোগ, ওই কোচ তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার জন্য ক্রমাগত চাপ দিচ্ছিলেন। জানা গেছে, মৃত ছাত্রী হায়দরাবাদের রেলওয়ে ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবারের দাবি, অভিযুক্ত কোচ দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে মানসিকভাবে নির্যাতন করছিলেন। তবে তরুণী বিষয়টি কাউকে জানাননি। পরে সহপাঠীদের কাছ থেকে ঘটনার ব্যাপারে জানতে পারেন পরিবারের সদস্যরা। এর পর পরিবারের পক্ষ থেকে কোচের বিরুদ্ধে যৌন হেনস্থা ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়। ভারতীয় পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। তবে প্রাথমিক তদন্তে সহপাঠীদের দেওয়া তথ্যেই হেনস্থার বিষয়টি উঠে...