ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজন নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর তা স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ। এবার সেই সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর অনুমতি বাতিল করে নিজেদের উদ্যোগে শরৎ উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, অনুমতির আবেদনপত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ঘাটতি এবং তাদের অতীত কর্মকাণ্ড বিভিন্ন সুযোগ-সুবিধাপ্রাপ্ত ও বিতর্কিত হওয়ায় শরৎ উৎসবের অনুমতি বাতিল করা হয়েছে। আরও পড়ুনআরও পড়ুনজন্ম নিবন্ধন ছাড়াও টাইফয়েডের টিকা পাওয়া যাবে যেভাবে তিনি জানান, আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় চারুকলা অনুষদের বকুলতলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শরৎ উৎসব অনুষ্ঠিত হবে। এই আয়োজন তত্ত্বাবধানে থাকবে চারুকলা অনুষদ এবং সহযোগিতায় সংগীত বিভাগ, নৃত্যকলা বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এই বিষয়টি নিয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে। চারুকলার সভায়...