বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে যোগ হতে পারে দুই নতুন অঞ্চলের নাম- নোয়াখালী ও ময়মনসিংহ। এ দু’টি এলাকার নামে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ প্রকাশ করেছে কয়েকটি প্রতিষ্ঠান।এর মধ্যে ‘সায়ান গ্লোবালস’ ইতোমধ্যে ‘নোয়াখালী রয়্যালস’ নামে অংশগ্রহণের ইচ্ছা জানিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, শর্ত পূরণ করতে পারলেই আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা পাবে তারা। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে জানানো হয়, বিপিএলের আগামী পাঁচ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানার আবেদন (Expression of Interest) আহ্বান করা হয়েছে। এই সময়ের মধ্যে টুর্নামেন্টের ১২ থেকে ১৬ নম্বর আসর পর্যন্ত দায়িত্ব পালন করবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো। বিসিবি যে ১০টি অঞ্চলের নাম প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, কুমিল্লা, সিলেট, রংপুর, নোয়াখালী ও ময়মনসিংহ। নোয়াখালী ও ময়মনসিংহ এবারই প্রথম সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজির...