মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে শিবালয়ে ইলিশ শিকার ও বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের নেতৃত্বে পদ্মা-যমুনা নদী ও আশপাশের বাজারে পৃথক অভিযান চালানো হয়। মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও শিবালয় থানা পুলিশ এ অভিযানে সহযোগিতা করে। অভিযানে নালী গ্রাম এলাকা থেকে ইলিশ শিকারের সময় দুই জেলেকে আটক করা হয়। আটকরা হলেন—সিরাজুল (৩৬) ও স্বপন হালদার (৪৪)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, উপজেলার টেপড়া বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির দায়ে ব্যবসায়ী সাদ্দামকে (৩৩) আটক করে...