এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ওসি মোঃ মতলেবুবুর রহমান বলেন, আবুল কালাম মেম্বরের মাছের ঘেরে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা নেয়া হয়েছে এবং দুজন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। বাগেরহাটের মোড়েলগঞ্জ ঘষিয়াখালী শনিরজোড় এলাকার সাধারন মাছের ঘের ব্যবসায়ী ও এলাকাবাসী সন্ত্রাসী ও চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। বহু আগে ক্রস ফায়ারে নিহত বনদস্যু তসলিম বিডিয়ার ও রেজাউল তালুকদারের সহযোগী মাসুদ মোল্লা তার নিজস্ব একটি বাহিনী নিয়ে এলাকার হিন্দুপাড়াসহ সাধারন মাছের ঘের ব্যবসায়ীদের ঘের জবর দখলসহ চাঁদার দাবীতে অতিষ্ঠ করে তুলেছে। মাসুদ মোল্লার একের পর এক অপরাধ ঘটনায় থানা পুলিশে অভিযোগ ও মামলা হলেও এ বাহিনীর অপতৎপরতা নিয়ন্ত্রন করা হচ্ছেনা...