চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১১ অক্টোবর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ’র স্মরণসভায় এমন মন্তব্য করেন তিনি। নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, আপনারা কেউ মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত হবেন না। চতুর্দিক থেকে চেষ্টা হচ্ছে বিএনপিকে ঘায়েল করার জন্য। এ সময় কোনো কোনো উপদেষ্টা কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরন করছে—এমন অভিযোগ আসছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এসব অভিযোগ শুনতে চায়না। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়ে তিনি...