জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছে সাধারণ মানুষ, শ্রমিক ও তাদের সন্তানরা, আর মাঝখানে ফায়দা লুটছে কিছু রাজনীতিবিদ। এমন মন্তব্য করেছেন, জাতীয় নাগরিক পার্টি -এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা শহরের তেঁতুলতলায় চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতিসহ নানা অপরাধের বিরুদ্ধে পঞ্চগড় জেলা জুড়ে লংমার্চের পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময়, অভ্যুত্থানের বড় বড় রাজনৈতিক দলের নেতাদের ছেলে-মেয়েরা কয়জন জীবন দিয়েছে -এমন প্রশ্নও রাখেন তিনি। সারজিস বলেন, আপনারা দেখবেন প্রত্যেক জেলা-উপজেলায় চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে। উপজেলাগুলোতে ৫ থেকে ১০ জন চাঁদাবাজ, চোরাকারবারি, সিন্ডিকেটকারী, মাদক ব্যবসায়ী, বাটপার, কালপ্রিট আছে, যারা সেই উপজেলার...