বোলিংয়ে শুরু থেকেই আফগানদের চেপে ধরে তানজিম সাকিব-তানভীর ইসলামরা। সেই ধারা অব্যাহত রাখেন মিরাজ-রিশাদরা। স্পিন ঘূর্ণির সঙ্গে সঙ্গে সাকিবের পেস আগ্রাসন—এই দুইয়ে মিলে আফগানদের দুইশ পেরোনোর আগেই আটকে দিয়েছে টাইগার বোলাররা। এবার দায়িত্ব নিতে হবে ব্যাটারদের। আজ শনিবার (১১ অক্টোবর) প্রথমে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানের পুঁজি দাঁড় করিয়েছে আফগানিস্তান। সিরিজ বাঁচাতে বাংলাদেশের প্রয়োজন ১৯১ রান। টস হেরে বোলিংয়ে নেমে আফগান ব্যাটারদের খুব একটা সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। নিয়মিত ধারায় উইকেট তুলে নিয়েছে টাইগার বোলাররা। আফগান শিবিরে প্রথম আঘাতটা হানেন পেসার তানজিম সাকিব। পঞ্চম ওভারে ১১ বলে ১১ রান করা রহমানুল্লাহ গুরবাজকে ফেরান তিনি। এরপর তিনে নামা সেদিকুল্লাহ অটলকে দ্রুতই ফিরিয়ে দেন তানভীর ইসলাম। ১৫ ওভারে বাংলাদেশের জন্য স্বস্তি হয়ে আসে রহমত শাহর চোট। ১১...