জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পিছিয়ে ১৭ অক্টোবর শুক্রবারে অনুষ্ঠিত হবে। এর আগে এটি ১৫ অক্টোবর বুধবারের জন্য নির্ধারিত ছিল। জনসাধারণের অংশগ্রহণ সুবিধাজনক করার লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিনে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার (১১ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠক শেষে কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি ১৭ অক্টোবর, শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে, ১৫ অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে।...