রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের বাধায় দলটির সমাবেশ পণ্ড হয়েছে। আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে এ ঘটনা ঘটে।পরে দলটির মহাসচিব শামীম হায়দার পাটওয়ারী বলেছেন, আমরা পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু এটা সত্যি যে, আমাদের অনুমতি ছিল না। তবে আমাদের কর্মসূচি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ।জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের টিয়ারশেল নিক্ষেপসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।শামীম হায়দার পাটওয়ারী বলেন, জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। এ পরিবেশে ভোট না হওয়ার পরিকল্পনা সরকারের। একটি বিশেষ মহলের নির্দেশে জাতীয় পার্টির সঙ্গে এ কাজ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।তিনি বলেন, বর্তমান সরকার এনসিপির সরকার। এ সরকার সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতা হরিয়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন নিয়ে আমাদের শঙ্কা আছে।’বার্তাবাজার/এমএইচ রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির...