বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরব না, দেশের শত্রু হবো না। মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কয়টা দিন ধৈর্য ধরলে পদ্মা নদী ইলিশে ভরে যাবে। আজ শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীর বিভিন্ন এলাকায় মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক অভিযান পরিচালনা করার সময় তিন এসব কথা বলেন। ড. আসাদুজ্জামান রিপন বলেন, সরকার ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা বিএনপির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি—এই নিষেধাজ্ঞা যেন সবাই মেনে চলে। তিনি ইলিশ সংরক্ষণের বৈজ্ঞানিক গুরুত্ব তুলে ধরে বলেন, যদি আমরা সত্যিই আমাদের দেশকে ভালোবাসি, তবে আমাদের মা ইলিশদের নিরাপদে ডিম পাড়তে দিতে হবে। একটি...