দেশেরপ্রধানপুঁজিবাজারঢাকাস্টকএক্সচেঞ্জে (ডিএসই)গতসপ্তাহে (৫-৯অক্টোবর)লেনদেনহওয়াপাঁচকার্যদিবসেরমধ্যেচারদিনইবেশিরভাগসিকিউরিটিজেরদরপতনহয়েছে।এতেএক্সচেঞ্জটিরসবগুলোসূচক২শতাংশেরবেশিকমেছে।তবেডিএসইরগড়লেনদেনবেড়েছেপ্রায়৬শতাংশ।আরডিএসইরবাজারমূলধনসপ্তাহেরব্যবধানেপ্রায়৮হাজারকোটিটাকাকমেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছ, গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৬টি সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৭৯টির। বিপরীতে কমেছে ২৯৮টির। আর ১৯টির দর অপরিবর্তিত রয়েছে। এই বড় সংখ্যক শেয়ার ও ইউনিটে দরপতন হওয়ায় গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১৩২ পয়েন্ট বা ২ দশমিক ৪৪ শতাংশ কমেছে। সপ্তাহ শেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৫ হাজার ২৮৪ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ৪১৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট বা ২ দশমিক ৩৪ পয়েন্ট কমে ২ হাজার ৩৩ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস সপ্তাহের ব্যবধানে ৩৮ পয়েন্ট বা ৩ দশমিক ২২...