নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ‘জেড’ ক্যাটাগরি থেকে উন্নীত হয়ে ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। সোমবার (০৬ অক্টোবর) থেকে কোম্পানির শেয়ার নতুন ক্যাটাগরিতে লেনদেন শুরু করেছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে নর্দার্ন ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা ও বিতরণ সম্পন্ন করেছে। ডিভিডেন্ড প্রদানের এই ধারাবাহিকতা ও আর্থিক শৃঙ্খলার কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটিকে উন্নীত করেছে। ‘এ’ ক্যাটাগরিতে থাকা মানে হলো কোম্পানিটি নিয়মিত ডিভিডেন্ড প্রদান করে, শেয়ারহোল্ডারদের প্রতি দায়বদ্ধ এবং আর্থিকভাবে স্থিতিশীল। বাজার বিশ্লেষকদের মতে, এ উন্নয়ন বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং কোম্পানির লেনদেনে ইতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে, জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিপরীত পথে গেছে। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) থেকে জনতা ইন্স্যুরেন্সের শেয়ার নতুন ক্যাটাগরিতে...