তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশ হারিয়েছিল আফগানিস্তান। তাই সিরিজের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। যেখানে দুর্দান্ত বোলিং করে আফগানদের ১৯০ রানে থামিয়েছে মিরাজ-রিশাদরা। আফগানদের হয়ে সর্বোচ্চ ৯৫ রান করেন ইব্রাহিম জাদরান।শনিবার (১১ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন দুই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তবে ইনিংস বড় করতে পারেননি গুরবাজ।পঞ্চম ওভারে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। ১১ বলে ১১ রান করেন এই ডান হাতি ব্যাটার। তিনে ব্যাট করতে নেমে জাদরানকে সঙ্গে দেওয়ার চেষ্টা করছেন সেদিকুল্লাহ আতাল।নবম ওভারের চতুর্থ বলে তানভীরের প্রথম শিকার হন তিনি। ৬ বলে ৫ রান করেছেন এই ব্যাটার। এতে পাওয়ার প্লেতে ২ উইকেট হারায় আফগানিস্তান। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে রান তুলতে...