সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও শিল্পপতি এ কে আজাদ ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগ করেছেন। এফবিসিসিআইয়ের সাবেক এ সভাপতি শনিবার সকাল থেকে দিনব্যাপী পদ্মা নদীর চর অধ্যুষিত ইউনিয়নটির বিভিন্ন এলাকায় গণসংযোগের পাশাপাশি নদী ভাঙন কবলিত এলাকাও পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ২২৫টি পরিবারের মাঝে অর্থ বিতরণ করেন। এ কে আজাদ বলেন, “গত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করেছিলেন। আপনাদের সমর্থন পেলে আগামীতেও আমি নির্বাচন করব। আশা রাখি, গতবারের মত এবারও আপনার আমার পাশে থাকবেন। “এই চরাঞ্চল থেকে আমাদের উঠে আসা। চরের মানুষের যেকোনো বিপদ-আপদে যেভাবে আমি ও আমার পরিবার ছিল; আগামীতেও তা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।” গণসংযোগে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মফিজ ইমাম...