মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার বলেছেন, ডেঙ্গু প্রতিরোধ এখন জাতীয় জরুরি ইস্যু। জনগণের জীবন রক্ষায় রাজনৈতিক দল হিসেবে বিএনপি দায়িত্বশীল ভূমিকা রাখছে। আমরা শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে চলমান মশক নিধন অভিযানের ধারাবাহিকতায় শনিবার তেজগাঁওয়ের বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচির অংশ হিসেবে ৮টি আধুনিক মশক নিধন মেশিনের মাধ্যমে এলাকায় ফগিং ও লার্ভা ধ্বংসের কাজ সম্পন্ন করা হয়। পরিদর্শনকালে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ এখন জাতীয় জরুরি ইস্যু। জনগণের জীবন রক্ষায় রাজনৈতিক দল হিসেবে বিএনপি দায়িত্বশীল ভূমিকা রাখছে। আমরা শুধু বক্তব্যে...