গ্রিনল্যান্ডসহ আর্কটিক ও উত্তর আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত ৪২০ কোটি ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে ডেনমার্ক। এ ছাড়া ডেনমার্ক যুক্তরাষ্ট্র থেকে ১৬টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে আরও ৪৫০ কোটি ডলার ব্যয় করবে। এর মধ্য দিয়ে দেশটির বিমান বহরে এ ধরনের আধুনিক যুদ্ধবিমানের সংখ্যা দাঁড়াবে ৪৩। খবর বিবিসির।ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী ট্রুলস লুন পোলসেন শনিবার এক বিবৃতিতে বলেন, আমরা ওই অঞ্চলে ডেনমার্কের সশস্ত্র বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে জোরদার করছি। আর্কটিক অঞ্চল উত্তর আমেরিকা, রাশিয়া ও ইউরোপের অবশিষ্টাংশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের...