সিলেট জেলা বিএনপি সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “আমরা চাই জনগণ আবার রাজনীতির মালিক হোক। রাষ্ট্রের মালিকানা ফিরে যাক জনগণের হাতে। বিএনপি ক্ষমতায় যেতে চায় না, যেতে চায় জনগণের অধিকার ফিরিয়ে দিতে। চলমান দুঃসময় থেকে মুক্তির পথ হলো বিএনপি’র ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন। জনগণের ম্যান্ডেটেই হবে পরিবর্তনের সূচনা। সিলেটবাসীর উদ্দেশে তিনি বলেন, “আমরা সিলেট থেকে নতুন বার্তা ছড়িয়ে দিতে চাই—যাতে আর কেউ সিলেটবাসীকে বঞ্চিত করতে না পারে। অনেক হয়েছে বঞ্চনা, আর নয়। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, কোনো গোষ্ঠী নয়। ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” শনিবার বিকালে বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুরের মৈশাষী ব্রিজ সংলগ্ন মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল কাইয়ুম...