ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদোকে দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ভেনেজুয়েলায় ইরানের দূতাবাস। দূতাবাসের বরাত দিয়ে বলা হয়েছে, এটি শান্তির ধারণার পরোক্ষ অবমাননা। ইরানের দূতাবাস শনিবার এক্সে (টুইটারে) লিখেছে, ‘গাজায় গণহত্যাকে সমর্থন করা এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে বিদেশি সামরিক আগ্রাসনের আহ্বান জানানোর মতো ব্যক্তিকে শান্তি পুরস্কার দেওয়া পশ্চিমাদের বিভাজনমূলক ও হস্তক্ষেপবাদী মনোভাবের আরেকটি উদাহরণ।’ শনিবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানভিত্তিকমেহর নিউজ। দূতাবাস আরও বলেছে, এই সিদ্ধান্ত শান্তি শর্তের প্রতি এক প্রকারের ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ করছে। গত শুক্রবার নোবেল কমিটি মাচাদোকে ভেনেজুয়েলার জনগণের জন্য ‘গণতান্ত্রিক অধিকার প্রচারে’ তার অবদানের জন্য পুরস্কৃত করেছে। আরও পড়ুনআরও পড়ুনশান্তিতে নোবেলজয়ী মাচাদো ইসরাইলপন্থি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য তবে সমালোচকরা মাচাদোর উগ্র ইসরাইল সমর্থনকে প্রশ্নবিদ্ধ করেছেন। মাচাদো ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষপাতমূলক প্রশাসনকে সমর্থন...