অবশেষে আউট হলেন ইবরাহিম জাদরান। দ্বিতীয় ওয়ানডেতে দলের ব্যাটিং বিপর্যয়ে একাই হাল ধরেছিলেন তিনি। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে আউট হন অষ্টম ব্যাটসম্যান হিসেবে। তার আগে দলকে নিয়ে যান ১৮৮ রানে। দলকে এ পর্যায়ে পৌঁছাতে ইবরাহিম খেলেন ১৪০ বলে তিন চার আর এক ছক্কায় ৯৫ রানের ইনিংস। দলের স্কোর মোটাতাজা করতে গিয়ে মেহেদি হাসান মিরাজের বলে বাউন্ডারি হাঁকাতে চেষ্টা করেন। সীমানায় দাঁড়িয়ে থাকা রিশাদ হোসেনের অসাধারণ ক্যাচে পরিণত হয়ে ফেরেন ইবরাহিম। জিতলেই আফগানিস্তানের সিরিজ নিশ্চিত। হারলে সিরিজে ফেরার সুযোগ পাবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ওয়ানডেতে জিতে ফুরফুরে মেজাজে থাকা আফগানিস্তান আজ দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে আফগানিস্তান। দলের ব্যাটিং বিপর্যয়ে হাল ধরেছেন ওপেনার ইবরাহিম জাদরান। তাকে যোগ্য সঙ্গ...