ক্রীড়াভিত্তিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গেমপ্লিফাই গতকাল শুক্রবার চতুর্থবারের মতো আয়োজন করে দিনব্যাপী স্পোর্টস কুইজ, মধ্যাহ্ন ভোজ, পুরস্কার বিতরণী এবং নৌকা ভ্রমণ। রাজধানীর অদূরে পূর্বাচলের ক্যাডেট কলেজ ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মুক্তার আলী। বাছাইকৃত ক্রীড়াপ্রেমীদের মধ্যে চার রাউন্ডে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর চার রাউন্ড থেকে বাছাইকৃতদের নিয়ে আয়োজন করা হয় ফাইনাল রাউন্ড। যেখান থেকে ১০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ক্রীড়াপ্রোমীদের উদ্দেশ্যে এমিলি আরও বলেন, ‘গেমপ্লিফাই এমন একটি ওয়েবসাইট যেটাকে বলা হচ্ছে ক্রীড়াপ্রেমীদের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম। এখানে এসে ক্রীড়াপ্রোমীরা খেলাধুলা নিয়ে নিজেদের ভাবনা শেয়ার করতে পারে। কুইজে অংশ নেয়া, পোস্ট করা, পোলে...