নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লিকেজ বিষ্ফোরণে চিকিৎসাধীন শিশুর মৃত্যু হয়েছে। শিশুর নাম ঐর্দিকা (৮)। আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শিশুটির মৃত্যু হওয়ার বিষয়টি শিশুর পিতা কুমোদ চন্দ্র নাথ নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) একই হাসপাতালে ছোট ভাই তূর্য (৪) এর মৃত্যু হয়। উল্লেখ্য ১ অক্টোর রাত ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ণ রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার ভাড়া বাসায় এ বিস্ফোরণ হয়। এতে দুই শিশুসহ একই পরিবারের ৪জন আহত হয়। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্যাস লিকেজ বিষ্ফোরণে চিকিৎসাধীন...