এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জীবনমান উন্নয়ন, নায্য দাবি পূরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ ও অবসর সুবিধার টাকা দ্রুত পরিশোধের দাবিতে যশোরে মানববন্ধন ও র্যালি করেছে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর।আজ শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি আবুল হাশেমের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক শিক্ষক অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এদেশে শিক্ষকদের জীবনমানের কোনো উন্নতি হয়নি। সামান্য বেতনে তাদের জীবনধারণ কষ্টকর হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষকরা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত। এজন্য এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের জন্য বিদ্যমান বাড়ি ভাড়া ২ হাজার টাকা থেকে বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ,...