১১ অক্টোবর ২০২৫, ১০:০১ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১০:০১ পিএম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সিলেটের তামাবিল সীমান্তে সরকারের গঠিত গুম-খুন কমিশনের ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নিয়েছেন। শনিবার (১১ অক্টোবর) সকালে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরাসরি সীমান্ত এলাকা যান এবং ২০১৫ সালে যেই পথ দিয়ে তাকে গুম করে ভারতে নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে, সেই স্থান পরিদর্শন করেন। জানা যায়, সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে আওয়ামী লীগে সরকারের আমলে সংঘটিত গুম-খুনের ঘটনাগুলো নিয়ে ডকুমেন্টারি নির্মাণ করা হচ্ছে। এ লক্ষ্যে গঠিত কমিশনের নেতৃত্বে আছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। এর আগে ২০১৫ সালের ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন এবং দুই মাস পর ভারতের শিলংয়ে উদ্ধার হন। নয়...