১১ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম সিলেটের উন্নয়ন নিয়ে হার্ড লাইনে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। শনিবার (১১ অক্টোবর) সকাল থেকে সিলেটের সর্বস্তরের সামাজিক পেশাজীবী ব্যবসায়ী পরিষদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পাশাপাশি তাঁদের হাতে তুলে দেন সিলেটের দাবিদাওয়া সম্বলিত প্রচারপত্র। কাল রোববার সকাল ১১টায় সিলেট কোর্ট পয়েন্টে সমন্বিত প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। প্রচারপত্রে উল্লেখ করা হয়, সড়কপথ, রেলপথ, আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় বৃহত্তর সিলেটবাসীর জন্য দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য আজ অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, রেলপথে বগি সংকট ও টিকিট কালো -বাজারি আর আকাশপথে বিমানের টিকিট মূল্য আকাশচুম্বী করে সিলেটকে যেন অর্থনৈতিকভাবে শোষণের যাঁতাকালে ফেলা হয়েছে। এছাড়া,...