বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মরহুম ব্রিগেডিয়ার হান্নান শাহ্ দলের দুর্দিনে অকুতোভয় সৈনিক হিসেবে দলের ভাবমূর্তি তুলে ধরেছেন। আমি তাকে বিশেষ ভাবে শ্রদ্ধা করতাম। তিনি একজন দেশ প্রেমিক ও দল প্রেমিক ছিলেন। তিনি জাতীয় নেতা ছিলেন, কখনো ব্যক্তিগত স্বার্থকে বড়ো করে দেখেননি। তিনি সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাস্ট্র নায়ক তারেক রহমানকে সামনের দিকে এগিয়ে দিয়ে রাজনীতি করেছেন। এখন আমরা স্বাধীন দেশে বাস করছি, অথচ এক বছর আগেও আমরা পরাধীন ছিলাম, আমাদের দলীয় নেতা কর্মীরা পালিয়ে বেড়িয়েছে। আমাদের মা-বোনেরা নিরাপদ ছিলো না। এখন আমরা মন ভরে নিঃশ্বাস নিতে পারছি। তাই আমরা অন্তর্বর্তিকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য। তিনি বলেন, ড. ইউনুস একজন নোবেল বিজয়ী। সারা বিশ্বে তাঁর...