চট্টগ্রামে প্রায় দেড় বছর আগের জমিসংক্রান্ত একটি মামলায় জিয়াউল হক ইমন নামে এক সাংবাদিককে আসামি করার অভিযোগ উঠেছে। জানা গেছে, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর দৈনিক দেশ বর্তমানে ‘কাল্পনিক মামলায় হয়রানি বাড়ছে চট্টগ্রাম আদালতে: জালিয়াতিতে জড়িত আইনজীবীদের একটি চক্র’ শীর্ষক ইমনের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে একটি চক্রের জালিয়াতি ও সাধারণ মানুষকে হয়রানি করার চিত্র তুলে ধরা হয়। যদিও তাতে বর্তমান মামলার বাদী নুরুল ইসলাম বা আলিমুল এহছান রাসেলের নাম উল্লেখ ছিল না। ২০২৪ সালের ৫ জুন নুরুল ইসলাম ও আলিমুল এহছান রাসেল বাদী হয়ে আলাউদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। এরপর মামলাটির কোনো দৃশ্যমান অগ্রগতি ছিল না। আদালত একাধিকবার তদন্ত প্রতিবেদন জমা দিতে বললেও তা মানা হয়নি। কিন্তু গত সেপ্টেম্বর মাসে মামলাটি আবার সক্রিয় করা হয়...