গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় ঐক্য গঠনের প্রত্যয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী কর্মসূচি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণফ্রন্ট শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে আয়োজন করে লিফলেট বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা। মুকসুদপুরের জলিরপাড় বাজার থেকে শুরু হওয়া শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নীল-সাদা ব্যানার হাতে অংশ নেন। ব্যবসায়ী, পথচারী, তরুণ ও প্রবীণদের হাতে তুলে দেওয়া হয় লিফলেট, যেখানে তুলে ধরা হয়েছে ৩১ দফা কর্মসূচির মূল বক্তব্য ও উদ্দেশ্য। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায়। এতে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণফ্রন্ট গোপালগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ননী গোপাল মণ্ডল, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রূপালতা মণ্ডল, এবং স্থানীয় বিএনপি...