সুদানে শুক্রবার (১০ অক্টোবর) রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ড্রোন হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। দেশের উত্তর দারফুরের শহর আল-ফাশিরে আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে চালানো ওই হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মীদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। শনিবার সকালে এক বিবৃতিতে আল-ফাশির রেজিস্ট্যান্স কমিটি জানিয়েছে, অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে। অনেকে আশ্রয়কেন্দ্রের ক্যারাভানে আগুনে পুড়ে মারা গেছেন। সেখানকার শিশু, নারী, প্রবীণ সবাইকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। তারা আরও জানায়, একই আশ্রয়কেন্দ্রকে দু’বার ড্রোন হামলা ও আটবার গোলা নিক্ষেপ করা হয়েছে। দারফুর অঞ্চলে সুদানের সেনাবাহিনীর শেষ ঘাঁটি দখলে নিতে লড়াই চালিয়ে যাচ্ছে আরএসএফ। সেই লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে আল-ফাশির শহর অবরোধ করে রেখেছে। এ অবরোধে শহরে ছড়িয়ে পড়েছে ভয়াবহ ক্ষুধা...