বাংলা সাহিত্যের খ্যাতিমান পুঁথি গবেষক মুন্সী আব্দুল করিম সাহিত্য বিশারদের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘পুঁথিপাঠের আসর’ আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)। শনিবার (১১ অক্টোবর) ডাকসু ক্যাফেটেরিয়ায় এ আসরের আয়োজন করা হয়।আরো পড়ুন:বুয়েট ও ঢামেকে ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান১৩ শতাধিক পরিচ্ছন্নতা কর্মীর অংশগ্রহণে ঢাবিতে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি ১৩ শতাধিক পরিচ্ছন্নতা কর্মীর অংশগ্রহণে ঢাবিতে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি এতে প্রধান অতিথি ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহদী হাসান। এছাড়া উদ্বোধনী বক্তব্য দেন জুলাই বিপ্লবে আহত যোদ্ধা ইশরাত জাহান ইমু এবং স্বাগত বক্তব্য দেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে শুরুতে পুঁথি পাঠ করেন বিশিষ্ট পুঁথি পাঠক বিন বনি আমিন মুন্না এবং...