১১ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বলেছেন, একটি ষড়যন্ত্রকারী মহল বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে প্রচার করছে। তাদের এ মিথ্যা অপপ্রচার কখনোই সফল হবে না। তিনি শনিবার (১১ অক্টোবর) গাজীপুর জেলার কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি'র সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা আ স ম হান্নান শাহর ৯ম মৃত্যু বার্ষিক উপলক্ষে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বর্তমান সরকারের কয়েকজনকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা বিশেষ দলের হয়ে কাজ করছেন। তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, তারা যেন সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে কাজ করেন। মির্জা ফখরুল আরো বলেন, “দেশের মানুষ এক বছর আগে দানবীয় সরকারকে তাড়িয়ে দিয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠন করেছে। তিনি...