আর্জেন্টিনা জাতীয় দলের সাম্প্রতিক প্রীতি ম্যাচে মাঠে দেখা যায়নি দলের প্রাণ ভোমড়া লিওনেল মেসিকে। তবে গ্যালারিতে বসে পরিবারের সঙ্গে ম্যাচ উপভোগ করেছেন এই তারকা ফুটবলার। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে আর্জেন্টিনা ১–০ গোলে জয় পায় ভেনেজুয়েলার বিপক্ষে, গোলটি করেন জিওভানি লো সেলসো।মেসির অনুপস্থিতি নিয়ে ম্যাচের আগেই কোচ লিওনেল স্কালোনি জানান, 'আমরা ওর সঙ্গে কথা বলেছি। এই ম্যাচগুলো মূলত পরীক্ষার জন্য। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মেসিকে বিশ্রাম দেওয়ার।' পরবর্তীতে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও একই কথা পুনর্ব্যক্ত করেন তিনি—'মেসি খেলেনি, কারণ আমি তাই চেয়েছি।'যেভাবে ভেনেজুয়েলার বিপক্ষে জয়সূচক গোলের দেখা পেল আর্জেন্টিনাগত এক মাসে ইন্টার মায়ামির হয়ে টানা সাতটি ম্যাচ খেলেছেন মেসি, যার মধ্যে রয়েছে নিউ ইয়র্ক ও টরোন্টো সফরও। ফলে দীর্ঘ ভ্রমণ ও ম্যাচের চাপ বিবেচনায় তাকে বিশ্রাম দেওয়াই শ্রেয় মনে...