তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আফগানিস্তানের বিপক্ষে হার দেখেছিল বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ম্যাচে বল হাতে দারুণ করেছে টিম টাইগার্স। শুরু থেকেই চাপে পড়া আফগানিস্তানের একপ্রান্ত আগলে রেখেছিলেন ইব্রাহিম জাদরান। তার ৯৫ রানের ইনিংসে ভর করে বাংলাদেশের সামনে ১৯১ রানের লক্ষ্য দাঁড় করেছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে আফগানিস্তান। ৪৪.৫ ওভারে ১৯০ রানে থামে তারা। ব্যাটে নেমে ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ফিরে যান ১১ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানরা। একপ্রান্ত আগলে রাখেন ইব্রাহিম জাদরান। দলীয় ১৮৮ রানে ফিরে যান তিনি। ৩ চার ও ১ ছক্কায় ১৪০ বলে ৯৫ রান করেন জাদরান। বাকিদের মধ্যে আল্লা মোহাম্মদ গজনাফর ও মোহাম্মদ নবি ২২ রান করে করেন। নাঙ্গেয়ালিয়া...