১১ অক্টোবর ২০২৫, ০৯:৫২ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৯:৫২ পিএম চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) নির্বাচনি আসনের সম্ভাব্য প্রার্থী ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারেন, তবে সার্বিক বিবেচনায় দল একজনকেই মনোনয়ন দেবে এটাই স্বাভাবিক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলে আমরা কোন শৃঙ্খলা চাই না, আমরা যেহেতু দল করি তাই আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো। শনিবার (১১ অক্টোবর-২০২৫) বিকালে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা নিয়মিত উঠান বৈঠক ও...