এতে দলের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন মাইলসের হামিন আহমেদ ও ইকবাল আসিফ জুয়েল, ক্রিপটিক ফেইটের সাকিব চৌধুরী, আলিফ আলাউদ্দিন, কাজী ফয়সাল আহমেদ, ভৌতিস্ট টিমের জিবরান, অর্থহীনের সুমনের ছেলে আহনাফ সালেহীন এবং দেড় শতাধিক শ্রোতা। গানের পাশাপাশি গানগুলোর নির্মাণের পেছনের গল্পও শোনানো হয় তাদের। সিক্রেট লিসেনিং পার্টিতে আসা ভক্তরা ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবামের ‘ফিনিক্স ২’, ‘শিকারী’, ‘ক্যাকটাস’ (ফিচারিং আহনাফ সালেহীন), ‘ইচ্ছে’, ‘বেদনার চোরাবালি ২’ (ফিচারিং ফ্র্যাঙ্ক গ্যামবালি ও বব ফ্র্যাঙ্কেসচিনি), ‘উন্মাদ’, ‘বৃষ্টির গান’ এবং বহুল প্রতীক্ষিত নিকৃষ্টের সিকুয়্যাল ‘নিকৃষ্ট ৪’ গানগুলো উপভোগ করে।অর্থহীনের ভোকাল সুমন তার ছেলেকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, খুব ভাগ্যবান না হলে আমরা জেন আলফাকে আমাদের এই অনুষ্ঠানে পেতাম না। তিনি আরও বলেন, অর্থহীন সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে এবং বদলাতেই থাকবে। অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রয়াত সাউন্ড...