প্রথম ওয়ানডেতে হারের কারণে সিরিজে টিকে থাকতে আজ আফগানিস্তানকে হারাতেই হবে বাংলাদেশের। আর আফগানরা জিতলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করবে সিরিজ। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করে আফগানদের ইনিংস শেষ হয়েছে ১৯০ রানে। আফগানিস্তানের ইনিংসটা পুরোপুরিই ইব্রাহিম জাদরানময়। ৯৫ রান করে মিরাজের বলে রিশাদের দারুণ এক ক্যাচের শিকার হয়ে সপ্তম ওয়ানডে সেঞ্চুরির সুযোগ হারিয়েছেন। ১৪০ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন জাদরান। তার আগে দলীয় ৩৮ রানের মধ্যে দুই উইকেট হারায় আফগানরা। দলীয় ৬৫ রানের সময় রিটায়ার্ড হার্ট হন রহমত শাহ। ইনিংসের ৪৫তম ওভারের চতুর্থ বলে নবম উইকেট পতনের পর ফের মাঠে নেমেছিলেন রহমত। তবে রিশাদের করা একটি বল তার পায়ে লাগে। এরপর রহমতকে হুইল চেয়ারে করে...