আফগানিস্তানের বিপক্ষে চলমান তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে সিরিজে বাংলাদেশের সমতা ফেরানোর ম্যাচে শনিবার আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় আফগানিস্তান। আফগানদের ইনিংস শেষে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৯১ রান। ইনিংসের শুরুতেই আফগান শিবিরে প্রথম ধাক্কা দেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। আফগান ওপেনার রহমনুল্লাহ গুরবাজ (১১) তার শিকার হন। এরপর সেদিকুল্লাহ আতালকে (৮) ফেরান তানভির ইসলাম। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে আফগান শিবির। অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি (৪) এবং অভিজ্ঞ মোহাম্মদ নবী (২২) কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি বেশিক্ষণ টেকেনি। নবীকে ফেরান তানজিম আর শাহিদির উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তবে একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ইব্রাহিম জাদরান। ১৪০ বল খেলে ৯৫ রানের দারুণ ইনিংস উপহার দেন তিনি। কিন্তু সঙ্গীদের ব্যর্থতায়...