৪৫তম ওভারের পঞ্চম বল শেষে রিটায়ার্ড আউট হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন রহমত শাহ। এটিই যেন আজ আফগানিস্তানের পুরো ইনিংসের সারমর্ম! আগে ব্যাট করতে নেমে আফগানিস্তানের ব্যাটসম্যানরা পুরো ইনিংসেই ধুঁকেছেন। প্রাপ্তি কেবল ইবরাহিম জাদরানের ৯৫ রানের ইনিংস। রহমত শাহ রিটায়ার্ড আউট হয়ে যখন ফিরছেন তখনো ৩১ বল বাকি, তাতে কী! আফগানিস্তান ৫ ওভার আগেই ১৯০ রানে গুটিয়ে গেছে। বাংলাদেশ শুরুতে টস হারলেও বোলাররা উড়ন্ত সূচনা এনে দেয়। ইনিংসের পঞ্চম ওভারেই আফগানিস্তানের ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান পেসার তানজিম হাসান সাকিব। ডানহাতি এই পেসারের শর্ট লেন্থের বল পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে জাকের আলীর হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন ১১ বলে ১১ রান করা গুরবাজ। দলীয় ১৮ রানের প্রথম উইকেট হারানো আফগানিস্তান পাওয়ার প্লেতে আরও চাপে পড়ে যায় নবম ওভারে। স্পিনার...