আন্তর্জাতিক টেনিস অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে জমকালো আয়োজনে শুরু হয়েছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, ঢাকা। ১২টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে শুরু হওয়া এই আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। শনিবার সন্ধ্যায় এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। উদ্বোধনের পর আয়োজিত হয় টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি আশরাফুজ্জামান খান পুটন, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন), অ্যাডহক কমিটির সদস্য বেগম হোসনে আরা রিনা এবং টুর্নামেন্ট ডিরেক্টর সোহেল সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে যুব ও ক্রীড়া সচিব বলেন, 'এই ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্ট শুধু প্রতিযোগীদের দক্ষতা বৃদ্ধিই করে না, বরং দেশগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। আমরা...